Chittagong BNP president said. Shahadat Hossain arrested in Dhaka - Seo expert in Bangladesh

Header Ads

Chittagong BNP president said. Shahadat Hossain arrested in Dhaka


কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। চকরিয়া থানা পুলিশের একটি দল ৭ নভেম্বর বুধবার রাত পৌনে ৯ টার দিকে খোকন মিয়াকে ডুলাহাজারাস্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গণমাধ্যম কর্মী সাফওয়ানুল করিম ও চকরিয়া পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজি এ প্রতিবেদকে খোকন মিয়াকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের পর পর ২ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এদিকে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চেৌধুরী খোকন মিয়াকে আটকের ঘটনাকে কেন্দ্র করে পুরো জেলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার আতংক বিরাজ করছে বলে জানিয়েছেন তারা।

No comments

Thanks for Comment

Theme images by clintspencer. Powered by Blogger.