Salutations are prohibited in the Taj Mahal তাজমহলে নিষিদ্ধ হল নামাজ - Seo expert in Bangladesh

Header Ads

Salutations are prohibited in the Taj Mahal তাজমহলে নিষিদ্ধ হল নামাজ

তাজমহলে নিষিদ্ধ হল নামাজ

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহলের ভিতরে থাকা মসজিদে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে তারা জানিয়েছে, শুধুমাত্র শুক্রবার এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না৷ সেদিন ওই মসজিদে নামাজ পড়ার উপর কোনও বাধা থাকছে না মুসলমারদের জন্য৷

এই বিষয়ে এএসআই-এর কর্মকর্তারা বলেন, এই সিদ্ধান্ত তাঁদের নয়। তাঁরা শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ বলবৎ করলেন৷ গত জুলাই মাসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছিল৷ সেখানে বলা হয়েছিল, বাইরে থেকে আগ্রায় আগত ব্যক্তিরা শুক্রবার যাতে নামাজ পড়তে না পারে, সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে স্থানীয় প্রশাসনকে। তাজমহলের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে শীর্ষ আদালত জানিয়েছিল৷

যদিও এখন শুধুমাত্র শুক্রবারই নামাজ পড়া হয় তাজমহলে৷ সেদিন সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে তাজমহল৷ তাই সেদিন এলাকার মানুষ গিয়ে ওই মসজিদে নামাজ পড়েন৷ বাকি দিনগুলোতে সাধারণ দর্শনার্থীদের কেউ চাইলে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতেন৷ সেই ব্যবস্থাই রবিবার বন্ধ করে দিয়েছে এএসআই৷

ওই সংস্থার সূত্রে জানা গিয়েছে, তাজমহলের ওই মসজিদের ইমাম সাদিক আলি ও অন্য কর্মীদেরও শুক্রবার ছাড়া অন্যদিন নামাজে নিষেধ করা হয়েছে৷ মসজিদের ইমাম ও তাঁর পরিবার কয়েক দশক ধরে সেখানে নামাজ পড়াচ্ছেন৷

No comments

Thanks for Comment

Theme images by clintspencer. Powered by Blogger.